খুলনার আঠারো বেকী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা শ্রীফলতলা ইউনিয়ন সংলগ্ন আঠারো বেকী নদীর কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে রূপসা নৌ-পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আঠারো বেকী নদীর কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে বিষয়টি রূপসা থানায় অবগত করেন। পরে থানা পুলিশ বিষয়টি নৌ-পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘থানা থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি স্থানীয়দের সহায়তায় উপরে আনা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর। তার গলায় একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তার পরনে নীল রঙের একটি ট্রাউজার ছিল, তবে উপরের অংশে কোনো পোশাক ছিল না।’
আরও পড়ুন: খুবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ওসি আরও বলেন, “লাশটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় নিশ্চিতকরণে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়। কিন্তু তার হাতের টিস্যু পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
লাশের সুরতহাল সম্পন্ন করে থানায় সাধারণ ডায়েরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।