ইতোমধ্যে করোনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম তুষার আলম বলেন, খুলনায় মঙ্গলবার থেকে শুরু হবে করোনা পরীক্ষা। খুলনা মেডিকেল কলেজের তৃতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে তৈরি হয়েছে মলি কুলার ল্যাব। এরপর স্থাপন করা হয়েছে পিসিআর মেশিন।
আইইডিসিআরের টিম এসে খুলনার ৭ জন চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে। ৭০০ কিট এসে পৌঁছেছে খুলনায়। করোনা ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকরা যাদের স্যাম্পল পাঠাবেন শুধুমাত্র তাদের করোনা পরীক্ষা করা যাবে। একসাথে ৯০টির বেশি নমুনা পরীক্ষা করা যাবে। চার ঘণ্টায় জানা যাবে ফলাফল, বলেন তিনি।
সোমবার খুলনা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৯ জন। মুক্ত হয়েছেন ৪১। মোট কোয়ারেন্টাইনে ১৯৩৬ ও মুক্ত ১৭৫৮ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত খুলনা ডায়াবেটিক হাসপাতাল। ডাক্তার-নার্সদের প্রশিক্ষণ শেষে শুরু হয়েছে ডিউটি। শুধুমাত্র আক্রান্ত রোগীদেরই সেখানে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হবে। তবে শনাক্ত হওয়ার আগ পর্যন্ত রোগীদের রাখা হবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভবনের ফ্লু কর্নারে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে খুলনা ডায়বেটিক হাসপাতাল প্রস্তুত। মহানগরীর বয়রা নূর নগরে হাসপাতালটিতে ৪টি আইসিইউ বেডসহ মোট ৮০টি বেডের ব্যবস্থা রয়েছে। দুই-একদিনের মধ্যে বৃদ্ধি করা হবে আরও ১০টি আইসিইউ বেড। ৬০ জন চিকিৎসক, ৬০ জন নার্স ও ৫০ জন কর্মকর্তা কর্মচারী নিযুক্ত আছেন সেবায়। প্রয়োজনে আরও বৃদ্ধি হবে বেড ও চিকিৎসক।