তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং একই ডিসিপ্লিনের প্রফেসর মাহতালাত আহমেদ দম্পতির সন্তান।
তাদের ছোট ছেলে এইচএসসি পরীক্ষার্থী অর্ঘ (১৮) সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর বড় ছেলে খুবির ছাত্র সানকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে সান ও অর্ঘকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা আইসিইউতে ডা. সালমানের তত্ত্বাবধানে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে অর্ঘ মারা যায়। পরে সানকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ডা. সালমান জানান, অর্ঘ অতিরিক্ত মদ পান করেছিলেন বলে নমুনা পাওয়া গেছে।
তবে অর্ঘের ফুফু রুমানা ইসলামের দাবি, অর্ঘের প্রথমে ফুড পয়জনিং এবং তারপর বমি হয়। হাসপাতালে নেয়ার পর তিনি পানি শূন্যতায় মারা যান।
খুলনা সদর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ওই পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চাওয়া হয়। পরে জেলা প্রশাসকের সম্মতিতে লাশ নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়।