
ছবি: ইউএনবি
খুলরা নগরীর গল্লামারী খোরশেদনগর থেকে শুক্রবার রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সাথে জড়িত সন্দেহে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই ছাত্রকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- নুর মোহাম্মদ অনিক (২৪) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)।
শনিবার সকালে খুলনা মহানগরের পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠুর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে তারা ওই এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।