খুলনা বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে, তবে কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আর একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের।
মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: সিলেটে করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৮০
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাত জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া যশোরে চারজন এবং খুলনা, মাগুরা ও ঝিনাইদাহে একজন করে মারা গেছেন।।
করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৮৯৯ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৩৯৪ জন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ৪৫
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ৪০ জন, বাগেরহাটে ৯ জন, সাতক্ষীরায় সাত, যশোরে ১৭, নড়াইলে ৯, মাগুরায় দুই, ঝিনাইদহে ১ ও মেহেরপুরে আট জনের করোনা শনাক্ত হয়েছে।