ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
নিহত জান্নাতুল ফেরদাউস ডালিয়া (৮) উত্তর চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. টিটুর মেয়ে ও কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
সাবেক ইউপি সদস্য টিটু জানান, শনিবার দুপুরে তার মেয়ে ডালিয়া সহপাঠিদের সাথে বিদ্যালয়ের মাঠে খেলতে ছিল। এ সময় স্কুলের ঝুঁকিপূর্ণ পতাকার স্ট্যান্ডটি ডালিয়ার মাথায় পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ডালিয়ার মৃত্যু হয়।
টিটুর অভিযোগ, বেশ কয়েকবার পতাকার স্ট্যান্ড সংস্কারের জন্য অর্থ বরাদ্দ আসলেও তা সংস্কার করা হয়নি। গত ৬ মাস আগে ওই স্কুল মাঠে ফুটবল খেলার সময় সাব্বির নামে এক ছাত্রের শরীরে পতাকা স্ট্যান্ডটি ভেঙে পড়েছিল।
রায়পুরের চরবংশী হাজিমারা ফাঁড়ির পরিদর্শক আবু ইউসুফ বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ করেনি। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির সাথে যোগাযোগ চেষ্টা করে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।