করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় গণজমায়েত করে বিয়ের আয়োজন করায় কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন- সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা গ্রামের মো. ফরমান আলী।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, করোনাভাইরাস রোধে আমরা ইতোমধ্যে সব ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকায় মাইকিং করেও জানানো হচ্ছে। জনপ্রতিনিধিদের সমন্বয়ে আরও সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে ২টি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
‘তারপরেও শুক্রবার গণজমায়েত করে উত্তর কাউন্নারা গ্রামের ফরমান আলী মেয়ের