গাইবান্ধায় প্রথম নারী সাংবাদিকতায় অবদানের জন্য একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা ভাষা সৈনিক কার্জন আলী সম্মননা ও পদক পেয়েছেন।
আরও পড়ুন:গাইবান্ধায় শহীদ মিনারে হামলার সময় ককটেল, ছুরিসহ আটক ২
শনিবার গাইবান্ধার দাড়িয়াপুর সারথি থিয়েটার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না আফরোজা লুনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আরও পড়ুন:গাইবান্ধায় মাদক মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
অনুষ্ঠানে বক্তব্য দেন সারথি থিয়েটারের সাধারণ সম্পাদক জুলফিকার চঞ্চল, গাইবান্ধা পদক্ষেপের সভাপতি আলাল আহম্মেদসহ অন্যরা। পরে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার বেশ কয়েকটি নাট্য সংগঠন তাদের নাটক পরিবেশন করেন। এছাড়া দাড়িয়াপুর থিয়েটারের খৈলান পালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।