শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিমপুরের কাজী মার্কেট এলাকার জাকির হোসেনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফেনীতে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ মায়ের পর মেয়ের মৃত্যু
এ সময় সুমন মিয়া (৩২), তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও শিশু ছেলে সাকিন মাহামুদ (৫) আহত হয়। এ ঘটনায় তাদের রুমের দরজাসহ দুই পাশের দেয়াল বাহিরের দিকে ধসে পড়ে।
বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এসে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
আহত সুমন মিয়া দীর্ঘদিন জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫
ফেনীতে ভবনে বিস্ফোরণে মা-মেয়েসহ দগ্ধ ৩
মাতারবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা জানান, সেফটি টেংকির ওপর রান্না ঘর ছিল। হঠাৎ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয় এবং ওই ভবনের তিনটি রুম ভেঙে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।