জেলা পুলিশ সুপার শামসুন্নাহার জানান, হত্যার পূর্বে মা ও দুই মেয়েকে ধর্ষণ করেছে দূর্বৃত্তরা। এরপর তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যার মূল কারণ এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, স্মৃতি ফাতেমা ইন্দোনেশিয়ার বংশোদ্ভুত। প্রায় বিশ বছর আগে মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় তাদের। এরপর থেকে এখানেই বসবাস করছিলেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিয়াকত আলী জানান, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল এ হত্যা রহস্য উদঘাটনের জন্য কাজ করছে। শুক্রবার সকালে নিহত স্মৃতি ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন।
তদন্ত সাপেক্ষে শিগগিরই হত্যার রহস্য উম্মোচন করে আসামিদের গ্রেপ্তারের কথাও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আবদার এলাকায় প্রবাসী কাজল মিয়ার বাড়ি থেকে তার স্ত্রী ও ৩ সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।