চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রিফাত (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামে শিশুটিকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রিফাত ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।’