মঙ্গলবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মফিজুর রহমান (৬৮) জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আব্বাস বাজার এলাকার মৃত তোফজুল হকের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
জানা গেছে, এক সপ্তাহ আগে জমি খারিজ করার জন্য আবেদন করেন মফিজুর রহমান। আবেদন করার পর থেকে খারিজ পাসের জন্য বেশ কয়েকদিন ধরে মোবাইল ফোনে তদবির করতে থাকেন। মফিজুর রহমানকে এ বিষয়ে বারবার তদবির না করার জন্য খাদিজা বেগম অনুরোধ করেন। কিন্তু তিনি অনুরোধ না শুনে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিসে এসে তাকে ঘুষ দেয়ার চেষ্টা করেন। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মফিজুর রহমানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপার্দ করা হয়েছে।
আরও পড়ুন: করোনা: মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে শিগগির ভ্রাম্যমাণ আদালত
এ বিষয়ে নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম বলেন, ‘ঘুষ দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। আমার অফিসের কোনো কর্মকর্তা যদি ঘুষের সাথে আপস করে তা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি ঘুষ প্রদান করার চেষ্টা করে তা হলে একই অবস্থা হবে।
এর আগে গত ১০ ডিসেম্বর নাচোলে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: ভেজাল দুধ তৈরি, মানিকগঞ্জে ব্যবসায়ীর কারাদণ্ড
ওই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম এ রায় দেন।
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর রাতে উপজেলার রাজবাড়ী হাট এলাকায় খুচরা সার ব্যবসায়ী শফিকুল ইসলাম স্বপনের মেসার্স মারুফ ট্রেডার্স নামে দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ১ হাজার ৪৮৫ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। বেশি পরিমাণ রাসায়নিক সার মজুদ থাকায় তাকে এ সাজা দেয়া হয়।
আরও পড়ুন: রাবি ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর কারাদণ্ড
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদল ও নাচোল থানা পুলিশ উপস্থিত ছিল।