চট্টগ্রাম মহানগরীর প্রসিদ্ধ কাপড়ের বাজার টেরিবাজারে একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার (১৬ মার্চ) রাত পৌনে আটটার দিকে টেরিবাজার খাজা মার্কেটের পাঁচতলা ভবনের দ্বিতীয় তালায় কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ জানান, টেরিবাজারের খাজা বিপণি নামে একটি ভবনের কাপড়ের গুদামে আগুন লেগেছিল। খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক চেষ্টায় আগুন ভয়াবহতায় রূপ নিতে পারেনি। এ জন্যই বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।