মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের কচুখোলা পাহাড় থেকে এ কঙ্কাল উদ্ধার করে পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠিয়েছে পুলিশ।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে কঙ্কালটি উদ্ধার করা হয় বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তবে লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি, পুলিশ বলছে লাশটি পুরুষ নাকি মহিলা ডিএনএ পরীক্ষার পর জানা যাবে বিস্তারিত।
তবে স্থানীয় কালা বাদশাহ পাড়ার মো. আজম খান কঙ্কালটি তার ছেলে আব্দুর রহমান অন্তর (২২) এর বলে দাবি করেছে।
তিনি জানান, গত ২৯জুলাই অন্তর নিখোঁজ হয়। হাটহাজারী মডেল থানায় ৩ আগষ্ট একটি নিখোঁজ ডায়রিও করেছিরেন তিনি। কঙ্কালের নিচে পড়ে থাকা একটি লুঙ্গি দেখে লাশটি তার ছেলের দাবি করলেও পুলিশ বলছে কঙ্কাল দেখে মনে হচ্ছে এটা ৬ মাস আগের।
উদ্ধার কাজে থাকা ইন্সপেক্টর (তদন্ত) রাজীব শর্মা জানান, ডিএনএ পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে কঙ্কালটি নিখোঁজ অন্তরের কিনা। রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।