চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৯২ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ১২৮ জন ও উপজেলায় ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৬ হাজার ১৭১ জনে।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: করোনা: দেশে একদিনে আরও ৪৬৩৬ শনাক্ত, মৃত্যু ৭৮
জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৯০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১২৮ জন এবং উপজেলায় ৬২ জন। এসময় ৪ জনসহ মোট মৃত্যু হয়েছে ৬৬১ জনের।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০১টি নমুনা পরীক্ষায় ২১ জন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ৯৪৫
বেসরকারী শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২১৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ০৯ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন,ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা করে ০৪ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ৭৯ পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৮টি পরীক্ষায় ৪৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে চট্টগ্রামে ১৯টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ১জনের করোনা শনাক্ত হয়েছে।