চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে আরও ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ এক হাজার ৯০৪ জন করোনা রোগী শনাক্ত হল। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ১০টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে সাতজন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরণ ল্যাবে একজন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন, এপিক হেলথ কেয়ার ল্যাবে পাঁচ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ২.৭২ শতাংশ
তবে এদিন কোনো অ্যান্টিজেন টেস্ট করা হয়নি। এছাড়া সিভাসু ল্যাব ও আরটিআরএল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সাতটি নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ পাওয়া গেছে।
নতুন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নগরে ১৪ জন এবং উপজেলায় ১১ জন। এছাড়া মৃত্যুবরণকারী তিন জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পড়ুন: ১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি চলছে: শিক্ষামন্ত্রী