চট্টগ্রামে সর্বমোট করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৩২৯ জনের (সরকারি হিসেব)। এর মধ্যে মহানগরীতে ২৩০ এবং জেলায় মারা গেছেন ৯৯ জন।
শুক্রবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে ১১৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৬৪টি নমুনা পরীক্ষা করে ২১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে ৪৯৬টি নমুনা পরীক্ষা করে ৬০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ১৯ মৃত্যু, নতুন শনাক্ত ১৮৮৪
এদিকে বেসরকারি হাসপাতাল শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০২ টি নমুনা পরীক্ষা করে ২২ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ২২টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়। তবে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।
আরও পড়ুন: করোনার টিকা কেনা ও বিতরণে এডিবির ৭৬ হাজার কোটি টাকার তহবিল
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৬১ জন নগরের ও ১৮ জন অন্যান্য উপজেলার। তবে নতুন করে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৯৮৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।