এ নিয়ে সরকারি হিসেবে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট ৩৩৪ জনের মৃত্যু হলো। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা প্রায় দ্বিগুন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নগরীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৭ জনে।
সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৯৯
তিনি আরও জানান, চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষায় ৩৯জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৩৫টি নমুনা পরীক্ষায় ১৪জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে ৪৭৭টি নমুনা পরীক্ষায় ৭২জন এবং চট্টগ্রাম ভ্যাটেনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
করোনাভাইরাস নামক অসুর বধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ১২১টি নমুনা পরীক্ষা করে ৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৯ জন, জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৯৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২৪৫টি। আক্রান্তদের মধ্যে নগরীতে ১৫৪ জন এবং উপজেলায় ৩৯ জন রয়েছেন।
সাংবাদিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে করোনাভাইরাস: আইসিএফজে
এদিকে সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।
নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯৯ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোভিডের প্রকোপ হ্রাসে শক্তিশালী আঞ্চলিক, আন্তর্জাতিক সহযোগিতা দরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমকি ০৯ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।