ফের সংঘর্ষে লিপ্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় ছাত্রলীগের চারটি উপগ্রুপ সংঘর্ষে জড়ায়।
চবি সূত্রে জানা গেছে, সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা আছেন।
আরও পড়ুন: কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসির একাংশ ও যুগ্ম সম্পাদক মো. ইলিয়াসের অনুসারী বিজয় গ্রুপের অনুসারীরা। এতে সভাপতি রেজাউল হক রুবেলসহ বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি। এতে ছয় ছাত্রলীগ কর্মী আহত হন।
সিএফসি ও বিজয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। অন্যদিকে সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিতি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২১
ফরিদপুরে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন ও স্বজনদের সংঘর্ষে আহত ১০