চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারামারির ঘটনায় আহত এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।এ ঘটনায় অপর কর্মচারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. ইলিয়াছ (৪৭) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বাবুর্চি শাহজাহানের বাড়ির মৃত মো. আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
গ্রেপ্তার সমীরণ নাথ (৪৩) পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের দিলীপ কানঙ্গের বাড়ির মৃত প্রফুল্ল নাথের ছেলে।
এর আগে, রবিবার বিকাল ৫টার দিকে ফরেনসিক বিভাগে টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে প্রবর্তক মোড় হাতাহাতি ও মারামারির ঘটনায় গুরুতর আহত হন ইলিয়াছ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, দুই পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে মারামারিতে আহত একজন মারা গেছেন। অভিযুক্ত সমীরণ নাথকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
চমেক ফরেনসিক বিভাগের অফিস সহায়ক শাহীন আলম বলেন, প্রায়ই টাকা-পয়সা লেনদেন নিয়ে সমীরণের সঙ্গে ইলিয়াছের বাড়াবাড়ি হত। সমীরণ মা-বাবা তুলে ইলিয়াছকে গালাগাল দিত। তাই রাগ করে অনেকদিন ইলিয়াছ অফিসেও আসেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের মিলিয়ে দিয়েছিল।
এরইমধ্যে রবিবার সমীরণ লাঠি দিয়ে ইলিয়াছের মাথায় বাড়ি দিলে তাকে মেডিকেল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইলিয়াছের ছেলে মো. ইমতিয়াজ বলেন, আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে তা খুবই মর্মান্তিক। আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। এভাবে বাবাকে হারাব কল্পনাও করিনি। আমি আমার বাবা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।