চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৬৪ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়। এদিকে লকডাউন চলছে।
বুধবার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
তিনি জানান, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জন শনাক্ত হয়েছে। আর জেলায় র্যাপিড এন্টিজেন্ট টেষ্টে ৮৩ জনের মধ্যে ২১ জন ও জিন এক্সপার্ট টেষ্টে ১০ জনের নমুনা পরীক্ষায় ৩জন শনাক্ত হয়েছে। আর এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো ২ হাজার ৩৩ জন। আর এ পর্যন্ত মারা গেছে ৩৭ জন।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৭.৯১ শতাংশ
এদিকে লকডাউনের নবম দিন চলছে। আজও পণ্যবাহী ট্রাক ছাড়া দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ আছে। ওষুধ, খাবার দোকান ও মুদিখানা ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ আছে। রাস্তায় মানুষের চলাচল একেবারেই কম।
আরও পড়ুন: সরাসরি করোনার টিকা ক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন
লকডাউন কার্যকর করতে পুলিশের ২৭টি চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।