সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে সোমবার রাতে এ রদবদল করা হয়।
কোতোয়ালি থানার আলোচিত ওসি মোহাম্মদ মহসীনকে ডবলমুরিংয়ে এবং বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে কোতোয়ালিতে ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন: চসিক নির্বাচন: আ’লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১২
অন্যদিকে, চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়ায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমানকে চকবাজারে, গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁওয়ে ও ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এক আদেশে এই পাঁচ থানায় ওসি পদে রদবদল করেছেন। এটি নিয়মিত রদবদলের অংশ।’
আরও পড়ুন: চসিক নির্বাচন: আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১
তবে, সিএমপির উপকমিশনার (সদর) আমীর জাফর জানান, সামনে চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই তফসিল ঘোষণার পর এসব বদলির বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশ আমলে নিতে হয়। এ ক্ষেত্রেও তা করা হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া চসিক নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে।
এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয় ২০২০ সালের ৫ আগস্ট।
নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসেবে ইসির সিদ্ধান্ত অনুসারে ২৯ মার্চ এ সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯-এর কারণে পরে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এখন করোনা পরিস্থিতির সঙ্গে জনগণ কিছুটা মানিয়ে ওঠায় নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে।