জেলায় নতুন করে দুইজন আক্রান্ত হয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন চাঁদপুর সদরের ও অন্যজন হাজীগঞ্জের।
সোমবার জেলা সিভিল র্সাজন ডা মো সাখাওয়াতউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়দিনে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা থেকে চাঁদপুরে এসেছেন ১০৭৯ জন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে। এরা লকডাউন অমান্য করে ট্রলারে করে বা সড়ক পথে চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর, ফরিদগঞ্জ, ও হাজীগঞ্জ উপজেলায় নিজ নিজ স্বজনদের বাড়িতে অবস্থান নিয়েছেন।
এদিকে আবাসিক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় আরও ২ জন ডাক্তার, কয়েকজন নার্স, ল্যাব স্টাফ ও অ্যাম্বুল্যান্সের চালকসহ মোট ১১ জন কোয়ারেন্টাইনে থাকার কারণে রবিবার সকাল থেকেই মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথুন বলেন, ‘শুধু টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চলছে।