চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইমরুল কায়েস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে হাজীগঞ্জে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
ইমরুল কায়েস (১৭) উপজেলার কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরুল নিজ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আহমেদ তানভির হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই কায়েসের মৃত্যু হয়।’