চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে মো. সালামত মিয়াজী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষ বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালামত মিয়াজী মারা যান।
সালামত মিয়াজির বাড়ি মতলব উত্তর উপজেলার বড় দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। সালামত মিয়াজি ‘আলোর সন্ধ্যানে বহুমুখী সমবায় সমিতি’ নামে একটি সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে সালামত মিয়াজি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে হঠাৎ অনেকগুলো ভিমরুল এসে কামড়ায়। এতে তারা আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকার বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ভিমরুলের কামড় কতটা ভয়ংকর? সাবধানতা ও করণীয়
পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান সালামত মিয়াজী। তার স্ত্রী সেলিনা আক্তার এখনো আইসিইউতে আছেন। সালামত মিয়াজির মেয়ে শাওনি আক্তার জানান, তার মায়ের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মানিক মিয়া ইউএনবিকে জানান, ‘ভিমরুলের কামড়ে একজন সমবায়কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি হৃদয়বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের।’
তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান মানিক মিয়া।