টানা ১৭ দিন মানুষের ঘাম ঝড়ানোর পর আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে হঠাৎ শীতল ও ধুলিসহ ঝড়ো বাতাস বইতে শুরু করে উত্তর দিক থেকে চাঁদপুরের সদর ও তার আশপাশের উপজেলায়। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্র।
চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের জেলা আবহাওয়াবিদ এস এম শোয়েব ইউএনবিকে জানান, গত ৯ এপ্রিলের পর ১৭দিন বৃষ্টিহীন ও প্রচণ্ড কড়া রোদের পর আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি হলো। সঙ্গে ছিল বজ্র ও ধুলিসহ ঝড়ো বাতাস।
এর আগে বিকালে থেকেই আকাশ মেঘে ভরে যায়। চারিদিকে কালো মেঘে সন্ধ্যার আগেই অন্ধকার নেমে আসে।
তিনি আরও বলেন যে সন্ধ্যায় শুরু হয়ে রাত পর্যন্ত চাঁদপুরে বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার।
আরও পড়ুন: অবশেষে চুয়াডাঙ্গায় নামলো স্বস্তির বৃষ্টি
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস