চাঁদপুর জেলা শহরের নতুন বাজারে শনিবার দুপুরে একটি প্রাইভেট ক্লিনিকে চার হাত-পা নিয়ে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে।
রোগীর স্বজনরা জানান, শনিবার সকালে বাড়িতে প্রসব ব্যথা শুরু হলে সদরের আশিকাটি গ্রামের শাহজালাল প্রধানিয়ার স্ত্রী প্রসূতি রহিমা বেগমকে শহরের নতুন বাজারে অবস্থিত আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়।
দুপুরে তার সিজার আপারেশন সফলভাবে সম্পন্ন হয়। প্রসূতির পেটে অনেক পানি জমা হয়েছিল। অপারেশনের পর শিশুর চার পা, চার হাত, একটি মাথা দেখা যায়। এই প্রসূতির আগের একটি শিশু রয়েছে।
আল আমিন হাসপাতালের গাইনি ডা. শামসুন্নাহার তানিয়া জানান, দুটি কন্যা শিশু মায়ের গর্ভে ন্যাচারালি এক হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে, অদ্ভুত শিশুটিকে দেখতে মুহূর্তেই ভিড় করে হাসপাতালের স্টাফ ও স্থানীয় লোকজন। প্রায় আধা ঘণ্টা শিশুটি নড়াচড়া করলেও এরপর মারা যায়।