চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪০২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৫ জনের। শনাক্তের হার ১৬.১৬ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সংক্রমণের হার ছিল ২৯.২১ শতাংশ।
জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮১৮ জনের। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এখনো পরিস্থিতি ভালো বলা যাবে না। লকডাউন শেষ হয়েছে, আরও এক সপ্তাহ পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।
আরও পড়ুন:ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ
তিনি সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানান।
এদিকে, জেলায় লকডাউন না বাড়িয়ে জেলা প্রশাসন কঠোর বিধিনিষেধ আরোপ করলেও তা অনেকেই মানছে না। জনগণ স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে অবাধে। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও অটোরিকশা-সিএনজিতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। মোটরসাইকেলে একজন চলাচলের কথা বলা হলেও যাচ্ছে একাধিক জন।
তবে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। আন্ত:জেলা বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাস চলছে।