চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪১টি ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং ককটেলগুলো ধ্বংস করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে কাছে আম বাগানে র্যাব-৫ (রাজশাহী) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে র্যাবের একটি দল ওই এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে লাল রঙের ৭টি বালতি থেকে ৪১টি ককটেল উদ্ধার করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১৮টি ককটেল উদ্ধার র্যাবের
রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ