করোনায় আক্রান্ত আব্দুল বারী (৩০) পৌর এলাকার চরমোহনপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।
বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন তাদের বাড়ির আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।
তিনি বলেন, আব্দুল বারী নারায়ণগঞ্জ জজ কোর্টের এমএলএসএস। তিনি গত ১৫ এপ্রিল নারায়নগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে আসেন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। সোমবার তার করোনা পজেটিভ সংক্রান্ত প্রতিবেদন আসে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এখন মোট মৃত্যুর সংখ্যা ১০১ হয়েছে। সেই সাথে, এক দিনের ব্যবধানে এখন পর্যন্ত রেকর্ড ৪৯২ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৯৮৪ জনে।