চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর, বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকালে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চর মোহনপুর গ্রামের খাইরুল ইসলাম, রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের জালাল আলী ও শিবগঞ্জ নয়ালাভাঙা ইউনিয়নের উপর সুন্দরপুর গ্রামের তাসবুর আলী।
আরও পড়ুন: মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নারী নিহত
স্থানীয়রা জানান, চরমোহনপুর এলাকার ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন খাইরুল। একই সময় বহরমপুর ও বারোঘরিয়ায় গরু নিয়ে বজ্রপাতে নিহত হন জালাল আলী ও তাসবুর আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’