চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হাবিল (৩০) উপজেলার শাহবাজপুর ইউপির মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্ত দিয়ে হাবিলসহ ৬ থেকে ৭জন বাংলাদেশি ‘চোরাকারবারি’ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে হাবিল গুলিবিদ্ধ হলে সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে পালিয়ে আসে। এরপর হাবিলের স্বজনরা হাবিলকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: যশোরে বাঁওড় দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাউসার হাসান বলেন, ‘শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে হাবিলকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজরা। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্ত দিয়ে ৬ থেকে ৭জন বাংলাদেশি ‘চোরাকারবারি’ সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা ২ থেকে ৩ রাউন্ড গুলি চালায়। এতে হাবিল গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলো জুলাই অভ্যুত্থানে আহত সাতজনকে