চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে মাদরাসার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাদরাসার সুপার আজিজুর রহমান, সহকারী সুপার মতিউর রহমান, শিক্ষক মাসুদ রানা, শিক্ষার্থী রুবেল আলী, হালিমা খাতুন, সুমাইয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ‘দীর্ঘদিন যাবৎ মাদরাসার খেলার মাঠে জোরপূর্বক অবৈধভাবে বেশ অনেকগুলো দোকানপাট গড়ে উঠেছে। ফলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। এসব অবৈধ দোকান পাট উচ্ছেদের জন্য প্রশাসনের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত এর সুরাহা হয়নি। তাই অবিলম্বে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।