চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মিজানুর রহমান মিজান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার দিকে শহরের শিবতলা-গুলবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তার মা সুফিয়া খাতুন আহত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা বলেন, ‘সুফিয়া খাতুনের অবস্থাও গুরুতর।’
আরও পড়ুন: বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
নিহত মিজানুর রহমান শিবতলা-গুলবাগের মনোয়ার হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টির সময় মিজান ও তার মা বাড়ির সামনের একটি আমগাছের নিচে দাড়ান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজান মারা যান ও তার মা আহত হন।’