ছেলের মৃত্যু
হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু
মেহেরপুরে হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন তার ছোট বোন পলি খাতুন (২৫)।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হালিম।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু
নিহত আব্দুল হালিম (৪৫) মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের শিশিরপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তিন মেয়ের বাবা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরে হাসপাতালে অসুস্থ মাকে দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হালিম ও তার ছোট বোন পলি। এসময় পশু খাদ্যের বস্তা নিয়ে আরেকটি মোটরসাইকেল তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় বস্তায় আটকে পড়ে যান হালিম ও পলি।
গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা।
আশঙ্কাজনক অবস্থায় হালিমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই বুধবার সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার। তার বোন পলি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু
১৮৬ দিন আগে
ভীমরুলের কামড়ে বাবা-মেয়ের পর এবার ছেলের মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়ায় ভীমরুলের কামড়ে বাবা আবুল কাশেম ও মেয়ে লাবিবা আক্তারের মৃত্যুর পর এবার ছেলে সিফাত উল্লাহও মারা গেছে।
শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ বছর বয়সি সিফাতের মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু
এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা ১টার দিকে আবুল কাশেম (৫৫) মারা যান। মেয়ে লাবিবার (৮) মৃত্যু হয় দুপুর ৩টার দিকে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ধোবাউড়ায় বন্যা হওয়ায় শনিবার দুপুরে দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম মেয়ে লাবিবা ও ছেলে সিফাতকে নিয়ে নৌকা দিয়ে বাঁশ ঝাড়ের নিচ দিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় বাঁশঝাড়ে বাসা বাঁধা তাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার আবুল কাশেম ও তার দুই সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: ফরিদপুরে মদ্যপানে ২ কলেজছাত্রীর মৃত্যু
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
২০৩ দিন আগে
ফরিদপুরে ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
এদিকে, ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনকান্দায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
শরিফুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এসআই শরিফুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: ভাইয়ের মৃত্যুর খবরে চলে গেলেন ছোট বোনও
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শরিফুল তার বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন।
পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, শরিফুল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
ছেলের মৃত্যুর খবর শুনে তার বাবা নজরুল ইসলামের মৃত্যু হয়েছে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক।
২২৭ দিন আগে
ছেলের মৃত্যুর ৬ মাস পর চিকিৎসা সহায়তার চেক পেলেন পিতা!
নড়াইলের দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছেলের মৃত্যুর ৬ মাস পর সমাজ সেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তার অনুদানের চেক পেয়েছেন এক হতভাগ্য পিতা।
১৭৫০ দিন আগে