এর আগে আর্থিক লেনদেনের বিষয়টি জানাজানি হলে এফএম সাইফুল্লাহ পলাশ ভিসির পিএস পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। দুই সপ্তাহ ছুটিতে থাকার পর বৃহস্পতিবার তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসার হিসাবে কর্মস্থলে যোগ দেন।
আরও পড়ু্ন : কিশোরগঞ্জে রেজিস্ট্রারের দুর্নীতির অভিযোগে দলিল লেখকদের কলম বিরতি
এছাড়া চাকরি দেয়ার নামে আর্থিক লেনদেনে জড়িত থাকায় দুই মাস্টাররোল কর্মচারি হোসনে আরা বেগম ও গার্ড মো. হোসেন শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রহরী (গার্ড) মো. হোসেন শেখ জানান, রেলিগেট মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা দিলারা জাহান তার স্বামীর মাধ্যমে কুয়েটে চাকুরি দেয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের চাকরি না হওয়ায় ওই টাকা ফেরৎ চেয়ে দিলারা জাহানকে পুলিশে দিয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে রেজিস্ট্রারের দুর্নীতির অভিযোগে দলিল লেখকদের কলম বিরতি
কুয়েটে কর্মকর্তা সাইফুল্লাহ পলাশ জানান, তার স্ত্রী দিলারা জাহান পায়েল মানসিকভাবে অসুস্থ। তাকে আর্থিক প্রলোভন দেখিয়ে একটি পক্ষ চাকরি দেয়ার নামে টাকা লেনদেন করেছে। তবে এর সাথে তিনি নিজে জড়িত নন, বরং বিষয়টি জানার পর তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়েছে বলে জানান তিনি।
কুয়েটের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, এসএম সাইফুল্লাহ পলাশ ১৫/১৬ দিন ধরে ছুটিতে রয়েছেন। তিনি চাকরি থেকে অব্যাহতি নেয়ার একটি আবেদন করেছেন। আর তার বিরুদ্ধে কোনো অভিযোগ বিশ্ববিদ্যালয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
তিনি জানান, চাকুরি দেয়ার প্রলোভনে এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। তাকে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে ওই কমিটি এখনও প্রতিবেদন জমা দেয়নি। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ঘর বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ
এ ব্যাপারে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, এলাকাবাসীর খবর পেয়ে উত্তেজিত জনতার কাছ থেকে পায়েল নামে এক নারীকে আমরা উদ্ধার করে থানায় আনা হয়েছে, তবে তাকে গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা হলে গ্রেপ্তার দেখানো হবে বলে তিনি জানান।