নাটোরের সদর উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের সংঘবদ্ধ পিটুনিতে নবীর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নেপালদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নবীর রাজশাহীর বাঘা এলাকায় বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরেই তিনি নেপালদিঘীর পার্শ্ববর্তী ইসলাবাড়ি গ্রামে শশুরবাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: লালবাগে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত
স্থানীয়রা জানান, রাত ২টার দিকে নেপালদিঘী গ্রামের ইদ্রিস আলীর বাড়ি থেকে কিছু মালামাল চুরি করে পাশের আব্দুল আওয়ালের বাড়িতে প্রবেশ করছিলেন নবীর। সে সময় গ্রামের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এরপর তাকে ধরে সংঘবদ্ধ পিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে আজ (রবিবার) সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে, মরদেহের সুরতহাল রিপোর্ট ও গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, প্রাথমিকভাবে সংঘবদ্ধ পিটুনিতে হত্যা বলে মনে হচ্ছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।