শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মুক্তার হোসেন (৫৫) উপজেলার মসিয়ূরনগর গ্রামের জাহা বক্সের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, মশিউরনগর গ্রামের আব্দুল মান্নানের জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৩০ মার্চ সকালে আব্দুল মান্নান ওই জমিতে ভাই ও ভাতিজাদের সাথে নিয়ে পাটের বীজ বপন করছিলেন। এতে প্রতিপক্ষ চাচাতো ভাইরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে জমির মালিক আব্দুল মান্নান, তার ভাই মুক্তার হোসেনসহ ৫-৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অস্থায় মুক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠালে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
ওসি জানান, হামলার দিনই থানায় মামলা হয়েছে। এঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।