সিলেট-তামাবিল সহাসড়কে ৬১ বোতল ভারতীয় মদসহ একটি ডিআই মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। পরে ডিআই ট্রাকসহ মদগুলো জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর চেকপোষ্টে এসব পণ্য আটক করা হয়।
এ সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
পরে ৩৭৫ মিলি'র ২০ বোতল Royal Stag, ৭৫০ মিলির ১০ বোতল Royal Stag, ৭৫০ মিলি'র ১১ বোতল Imperial Blue এবং ৩৭৫ মিলি'র ২০ বোতল Mc Dowells সহ সর্বমোট ৬১ বোতল মদ জব্দ করা হয়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শংকর দেব সেনাবাহিনীর চেকপোস্ট থেকে ৬১ বোতল মদসহ মিনি ট্রাকটি থানায় নিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান বলেন, সেনা চেকপোষ্ট মদসহ ডিআই ট্রাক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্তের পর মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সেন্টমার্টিনে দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ৭