টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।
আজ শনিবার (২৫ মে) ভোরে উপজেলার পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা কাভার্ডভ্যানের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ভোর ৫টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পৌলী ব্রিজের দক্ষিণ পাশে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান সামনের একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক ও হেলপার নিহত হন।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন: দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩