ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন পর শনিবার (২২ জুন) সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: ৮ দিন বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দর
ভোমর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসাইন জানান, ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
ভোমরা স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হক বলেন, ঈদের ছুটিতে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।