নিহতরা হলেন- চাঁদপুর জেলার চরমুকুন্দী গ্রামের মো. রেজাউল সওদাগরের ছেলে মো. আসমাউল সওদাগর (৩৫) ও যশোরের বসুন্দিয়া এলাকার মো. জব্বার আলীর ছেলে জাবেদ মিয়া (৩৪)। তাদেরকে মাদক কারবারি দাবি করছে বিজিবি।
টেকনাফ বিজিবি-২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল খানের ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি-২ এর একটি দল। ঘটনাস্থলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
ওই কর্মকর্তার দাবি, পরে ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দশ হাজার ইয়াবা বড়ি, একটি দেশীয় বন্দুক ও তিনটি গুলি উদ্ধারের কথাও জানান তিনি।