ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের রোগীর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৭১ জন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পীরগঞ্জে একজন, রাণীশংকৈলে একজন ও বালিয়াডাঙ্গীতে একজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে জেলায় মারা গেছেন ১৩৩ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭১ জন। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত ৫৫৭১ জন।
আরও পড়ুন: করোনা: কুমিল্লায় একদিনে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৫৫৮
তিনি জানান, ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় ২৬৫ জনের। শনাক্তের হার ২৬ দশমিক ৭৯ শতাংশ। সদর উপজেলাতে সবচেয়ে বেশি শনাক্ত ৪৯ জন। অন্যান্য উপজেলার মধ্যে রয়েছে, বালিয়াডাঙ্গীতে তিন জন, পীরগঞ্জে ১২, রাণীশংকৈলে চার ও হরিপুরে তিন। জেলায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৫৭১ জন।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর উপজেলায় বিভিন্ন কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।