ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজন মারা গেছেন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। এপর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ২২৬ জন।
বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সদরে ২৪ জন, পীরগঞ্জে দুই জন, রাণীশংকৈলে দুই জন ও বালিয়াডাঙ্গীতে এক জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে জেলার হরিপুরে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
আরও পড়ুন: খুলনার হাসপাতালগুলোর অধিকাংশ করোনা বেড খালি
গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ।
জেলার সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় পীরগঞ্জে একজন ও রাণীশংকৈলে একজন করোনা রোগী মারা গেছেন। তাছাড়া জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ হাজার ১০৪ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪৪ লাখ ছাড়াল
তিনি জানান, ঠাকুরগাঁও জেলায় এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৫২ জন ।