ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে রাজু আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!
নিহতের চাচাতো ভাই ফয়জুল ইসলাম জানান, রবিবার দুপুরে রাজু বাগানে থাকা একটি ইউক্যালিপটাস গাছের বাঁকা ডাল সোজা করতে গাছে ওঠেন। কাজ করার একপর্যায়ে গাছের একটি মগডাল ভেঙে গেলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং নিচে রাখা একটি কোদালের হাতল তার পেটে ঢুকে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।