নাটোর সদর উপজেলায় একটি জমিতে ড্রেন কাটার সময় ৩৭৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গি এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে হারিয়ে যাওয়ার ২৭ দিন পর ম্যাগজিনসহ গুলি উদ্ধার
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মতিন জানান, সকালে ওই এলাকার বর্গাচাষী আফাজ উদ্দিন পানি নিষ্কাশনের জন্য জমিতে ড্রেন কাটা শুরু করলে গুলিগুলো তার কোদালের সাথে উঠে আসে।পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেখান থেকে মোট ৩৭৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।
আরও পড়ুন: হিলি সীমান্তে এয়ার রাইফেলের ৪০ হাজার গুলি উদ্ধার
গুলিগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে ধারণা করছে পুলিশ।