করোনা ও লকডাউনের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর গাজীপুর-ঢাকা রুটে তিনটি ট্রেন আবারও চালু করেছে কর্তৃপক্ষ।
রবিবার সকালে প্রথমেই ছেড়ে গেছে গাজীপুর থেকে তুরাগ ট্রেন। এরপর টাঙ্গাইল থেকে ছেড়ে এসে ঢাকার উদ্দেশে যাচ্ছে টাঙ্গাইল কমিউটার। আর বিকাল সাড়ে ৫টায় ডেমু ট্রেন গাজীপুর থেকে ঢাকা উদ্দেশে ছাড়ার কথা রয়েছে।
আরও পড়ুন: আরও ১৩ জোড়া ট্রেন চালু
সংশ্লিষ্টরা জানান, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে গত কয়েকদিন ধরে চরম দুর্ভোগের কারণে এসব ট্রেন আবারও চালু হয়। এর ফলে কর্মজীবী মানুষ দারুণভাবে উপকৃত হয়েছে।
হাজার হাজার মানুষের চাহিদার কারণে বগি ও আসন সংখ্যা কম থাকায় ট্রেন যাত্রায় স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মানা সম্ভব হয়নি। ট্রেন চালু হওয়ায় কর্মজীবীসহ নানা শ্রেণি-পেশার লোকজনের মধ্যে স্বস্তি ফিরেছে।
জেলা শহরের জয়দেবপুর রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, এবার দেয়া হয়েছে দশটা বগি। এর ফলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করালে মাত্র ২৫০ জনের স্থান হবে। কিন্তু যাত্রী সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে চালানোর চেষ্টা রয়েছে তাদের।
আরও পড়ুন: আরও ১১ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু
ট্রেন যোগে ঢাকায় আসা যাওয়া করার জন্য প্রতিদিন গাজীপুর থেকে কমপক্ষে ১০ হাজার কর্মজীবী লোকজনের চাহিদা থাকলেও বর্তমানে যে তিনটি ট্রেন চালু হলো তাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলে মাত্র সাড়ে তিনশত লোকজন চলাচল করার সুযোগ পাবে। এ কারণে বগির সংখ্যা বাড়ানো ও সকল আন্তঃনগর ট্রেন জেলা শহরের জয়দেবপুর স্টেশনে থামানোর দাবি স্থানীয়দের।