রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রেল পথে চালু হচ্ছে চার জোড়া নতুন কমিউটার ট্রেন।
রবিবার (১৫ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এসব ট্রেন। এমন খবর উচ্ছ্বাস প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার লোকজন।
ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩, তুরাগ কমিউটার-৪, জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বলেন, যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা পথে চার জোড়া কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন।
আরও পড়ুন: ঢাকার আজমপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
এছাড়া শুক্রবার তুরাগ কমিউটার ও শনিবার জয়দেবপুর কমিউটার বন্ধ থাকবে বলে জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার।
তিনি আরও বলেন, চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হলে নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী ও কর্মজীবীসহ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে।