জয়দেবপুর
ঢাকা-জয়দেবপুর পথে চালু হচ্ছে ৪ জোড়া ট্রেন
রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রেল পথে চালু হচ্ছে চার জোড়া নতুন কমিউটার ট্রেন।
রবিবার (১৫ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এসব ট্রেন। এমন খবর উচ্ছ্বাস প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার লোকজন।
ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩, তুরাগ কমিউটার-৪, জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বলেন, যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা পথে চার জোড়া কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন।
আরও পড়ুন: ঢাকার আজমপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
এছাড়া শুক্রবার তুরাগ কমিউটার ও শনিবার জয়দেবপুর কমিউটার বন্ধ থাকবে বলে জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার।
তিনি আরও বলেন, চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হলে নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী ও কর্মজীবীসহ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে।
২ সপ্তাহ আগে
গাজীপুরে দু’ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-বঙ্গবন্ধু রেললাইনে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর জংশন হয়ে কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের দুই দিকে আটকা পড়ে কয়েকটি ট্রেন।
বিকল ইঞ্জিন মেরামত করে প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪ শিশু নিহত
৫ ঘণ্টা বন্ধের পর নাটোরের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু
৩ বছর আগে