এনিয়ে প্রায়ই ঝগড়া ও দাম্পত্য কলহ লেগেই থাকতো স্বামী-স্ত্রীর। মেয়েকে হত্যারও হুমকি দিতেন বাবা। সেই হুমকি শেষ পর্যন্ত বাস্তবায়নই করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকন্দগাঁতি গ্রামের তাঁত শ্রমিক বদিউজ্জামান।
নিজের ৯ মাসের মেয়েকে গলাটিপে হত্যা করেছেন। হত্যার পর তার লাশ স্থানীয় একটি ডোবায় ফেলে দিয়ে ফেরারি হয়েছেন তিনি।
শুক্রবার সকালে পুলিশ ওই ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, প্রায় ৭ বছর আগে তাঁত শ্রমিক বদিউজ্জামানের সাথে পাবনার মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়।
কয়েক বছর আগে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলে আসছিল দীর্ঘদিন ধরে। দ্বিতীয় দফায় একটি ছেলে সন্তানের আশা করলেও আবারো কন্যা সন্তানের জন্ম হয়। এ কারণে বদিউজ্জামান প্রায়ই স্ত্রীকে মারধর এবং সন্তানকে হত্যার হুমকি দিতো। নিহতের মা সুন্দরী খাতুন বাদী হয়ে বদিউজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।